বসন্ত উৎসব ২০২৫ – কৃতজ্ঞতার গল্প
একটি স্বপ্ন, একটুকরো ভালোবাসা, আর অনেকখানি পরিশ্রম— এভাবেই আমরা সাজিয়েছিলাম আমাদের বসন্ত উৎসব ২০২৫। সেই স্বপ্ন আজ বাস্তব, সেই ভালোবাসা আজ আরও গভীর, সেই পরিশ্রম আজ সফলতার হাসিতে রাঙানো।
আমাদের এই উৎসব কেবল একটি দিন নয়, এটি ছিল আনন্দের মঞ্চ, একসাথে হাসার, গল্প করার, মুগ্ধ হওয়ার, রঙ ছড়ানোর এক অসাধারণ উপলক্ষ। কিন্তু এই সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য— আমাদের টিম, স্পনসর, অংশগ্রহণকারী, শুভাকাঙ্ক্ষী, প্রতিটি মানুষ, যাঁরা এই আয়োজনের অংশ হয়েছিলেন।
একটি বিশেষ ধন্যবাদ আমাদের স্পনসরদের প্রতি, যাঁরা আমাদের স্বপ্নের সঙ্গে নিজেদের ভালোবাসা যোগ করেছেন:
গ্রামীণ ডানোন শক্তি প্লাস— আমাদের টাইটেল স্পন্সর হিসেবে শুধু সহযোগিতাই করেননি, বরং আমাদের আয়োজনকে আরও শক্তিশালী করে তুলেছেন। স্বাস্থ্যকর পুষ্টির বার্তাটি আপনাদের মাধ্যমে আরও বিস্তৃত হয়েছে, এটি আমাদের জন্য গর্বের বিষয়।
Beauty Garage by Sumaiya Suchi— বসন্তের সৌন্দর্য শুধু প্রকৃতিতে নয়, আমাদের মধ্যেও ছড়িয়ে দিতে সাহায্য করেছেন। সুন্দর অভিজ্ঞতা ও উপহারে আপনারা আমাদের সবাইকে মুগ্ধ করেছেন।
Natura Care— প্রকৃতির স্পর্শে ত্বকের যত্ন, এই বার্তা ছড়িয়ে দিতে আপনাদের অংশগ্রহণ আমাদের উৎসবকে আরও অনন্য করেছে। দেশীয় ব্র্যান্ড হিসেবে আপনাদের উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য।
Suhana’s Closet— দারুণ সব জুয়েলারি সেট, র্যাফেল ড্র-এর উপহার, আর চমৎকার সারপ্রাইজের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
Sprinkle of Fashion— ডিজাইনার ওয়াচের মতো আকর্ষণীয় উপহার আর স্টাইলের ছোঁয়া নিয়ে আসার জন্য আমরা কৃতজ্ঞ।
Blissful Bite— সুস্বাদু পিঠা আর বাঙালিয়ানার স্বাদে বসন্তকে যেন আরও প্রাণবন্ত করে তুললেন আপনারা। চটপটি, ঝালমুড়ি, ফুচকা থেকে শুরু করে ঐতিহ্যবাহী পিঠা— সব কিছুই ছিল অসাধারণ।
Tulip’s Closet— আধুনিক ফ্যাশনের সঙ্গে বাঙালিয়ানার মেলবন্ধন ঘটিয়ে আমাদের বসন্ত উৎসবকে আরও রঙিন করে তুলেছেন। আপনাদের অসাধারণ সংগ্রহ সত্যিই মন কেড়েছে।
Zen Porcelain— নিখুঁত কারুকাজ আর অনন্য ডিজাইনের মাধ্যমে উৎসবের সৌন্দর্য আরও বাড়িয়ে দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা।
Eternal Ceramics— আমাদের আয়োজনের এক অনন্য অংশ হয়ে আপনাদের দৃষ্টিনন্দন ও ব্যবহারিক সেরামিক পণ্যগুলো তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।
Vorta Bahar— বাঙালির খাবারের প্রতি ভালোবাসা আরও এক ধাপ বাড়িয়ে দিলেন আপনারা। দারুণ স্বাদের ভর্তা আর ঐতিহ্যবাহী খাবার এনে আমাদের উৎসবের স্বাদ আরও বাড়িয়ে দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা।
আমাদের ইভেন্ট ডেকর টিম Elation Event Solutions যাঁরা স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছেন, যাঁদের ছোঁয়ায় পুরো ভেন্যুটা এক টুকরো বসন্তের সৌন্দর্যে পরিণত হয়েছিল। প্রতিটি কোণ, প্রতিটি সাজসজ্জা, প্রতিটি আলোকসজ্জা যেন গল্প বলছিল বসন্তের আনন্দের।
এবং সর্বোপরি, আমাদের অদম্য টিম— যাঁরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন, প্রতিটি ডিটেইল ঠিক রাখার জন্য, সবার মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য।
সবচেয়ে বড় কৃতজ্ঞতা আমাদের অংশগ্রহণকারীদের প্রতি। আপনাদের হাসি, উচ্ছ্বাস, ভালোবাসা ছাড়া এই আয়োজন অসম্পূর্ণ থাকত। আপনারাই এই অনুষ্ঠানের প্রাণ, আপনাদের জন্যই আমাদের পরিশ্রম সার্থক।
এই বসন্ত শুধু একটা দিন নয়, এটা আমাদের ভালোবাসার বন্ধন। এটা আমাদের একসাথে থাকার প্রতিশ্রুতি। আগামীর দিনগুলোতেও আমরা যেন এভাবেই একসাথে এগিয়ে যেতে পারি, একসাথে স্বপ্ন দেখতে পারি, একসাথে বাস্তবতা গড়ে তুলতে পারি।
আমরা কৃতজ্ঞ, আমরা অভিভূত, আমরা আনন্দিত। এই ভালোবাসা, এই মুহূর্তগুলো চিরকাল আমাদের হৃদয়ে থাকবে।
ধন্যবাদ, প্রতিটি স্পনসর, প্রতিটি অতিথি, প্রতিটি শুভাকাঙ্ক্ষী, প্রতিটি টিম মেম্বারকে।
আবারও দেখা হবে আরও বড় স্বপ্ন, আরও বেশি ভালোবাসা নিয়ে।