নারী দিবস ২০২৫: সর্বজয়া—নারীদের এগিয়ে যাওয়ার উদযাপন
নারীরা আজ শুধু স্বপ্ন দেখেন না, সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতেও সক্ষম। তাদের অক্লান্ত পরিশ্রম, উদ্ভাবনী চিন্তা ও আত্মবিশ্বাস আমাদের সমাজকে এগিয়ে নিচ্ছে। পপ অফ কালার লিমিটেড আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজন করছে “সর্বজয়া”, যেখানে আমরা নারী শক্তির এই অনন্য অবদানকে উদযাপন করব।
এই আয়োজনে থাকবে “পপ অফ কালার অনন্যা সম্মাননা” এবং “POC সেরা নারী উদ্যোক্তা ২০২৫” পুরস্কার, যা তাদের জন্য যারা নিজেদের মেধা, শ্রম ও নিষ্ঠার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছেন। এই সম্মাননার মাধ্যমে আমরা তাদের অনুপ্রাণিত করতে চাই, যাতে আরও বেশি নারী সাহস নিয়ে এগিয়ে যেতে পারে।
এছাড়াও থাকছে অনুপ্রেরণামূলক সেমিনার, বিউটি ও হেয়ার কেয়ার সেশন, ডিজিটাল মার্কেটিং ওয়ার্কশপ, র্যাফেল ড্র, বিশেষ গিফট ও পাঁচতারকা ইফতার ও ডিনার।
নারীদের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে এই আয়োজন। আসুন, আমরা একসঙ্গে উদযাপন করি নারী শক্তির জয়গান!
তাই এবার পপ অফ কালার লিমিটেড আয়োজন করছে “সর্বজয়া, পপ অফ কালার অনন্যা সম্মাননা ও POC সেরা নারী উদ্যোক্তা ২০২৫” – তিনটি বিশেষ সেগমেন্ট, একসঙ্গে একদিনে!
📅 তারিখ: ১৪ মার্চ, শুক্রবার
📍 স্থান: The Westin Dhaka, Grand Ballroom
💰 রেজিস্ট্রেশন ফি: ২,৬৯৯ টাকা
🔹 সেমিনার ও ওয়ার্কশপ – সফল নারীদের গল্প ও দক্ষতা উন্নয়ন
🔹 বিউটি ও হেয়ার কেয়ার সেশন – শীর্ষ বিশেষজ্ঞদের সঙ্গে
🔹 ডিজিটাল মার্কেটিং ওয়ার্কশপ – সেরা মার্কেটিয়ারদের পরিচালনায়
🔹 গ্ল্যামারাস অ্যাওয়ার্ড নাইট – অসাধারণ নারীদের সম্মাননা
🔹 র্যাফেল ড্র ও লাক্সারি গিফট
🔹 ফাইভ-স্টার ইফতার ও বুফে ডিনার
সীট সীমিত!
রেজিস্ট্রেশন লিংকঃ
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfdgBzTfEUohllcPTBhuL5x6W1v71Jc-2WB4Fq399EtzyJgNg/viewform