আমার যে পরিবারে জন্ম এবং বেড়ে ওঠা সেখানে চারিদিকে শুধু ভালোবাসা,ভালোবাসা আর ভালোবাসার ছড়াছড়ি।মায়ার অটুট বন্ধন,ভালোবাসার এক অদ্ভুত শক্তি চারিদিকে শক্ত একটা বুনট তৈরি করে রেখেছে।একটু গল্প,উপন্যাস গোচের মনে হচ্ছে না আমার কথাগুলো?
চলুন একটা গল্প শোনাই।কয়েকদিন আগে আমি আমার আব্বার সাথে দাঁতের চেকআপে গেছিলাম।সাথে আমার ভাইয়ের দুই মেয়ে।একজনের বয়স সাড়ে সাত, একজনের বয়স সাড়ে আট।ফেরার পথে আব্বা আমাদের আইসক্রিম আর চিপস,সিঙ্গারা কিনে দেয়।আমি আইসক্রিম খুব বেশি যে পছন্দ করি তা না।
শুধু কোন আইসক্রিমের নিচের চকলেট অংশটুকুই পছন্দ করি।যদি ভুল না করি পাঁচ/ছয়টা আইসক্রিম কেনা হয়েছিল।(যেহেতু আমি শুধু নিচের অংশটুকুই পছন্দ করি)বাচ্চারা প্রত্যেকটা আইসক্রিমের ওই অংশটুকু নিজেরা অনেক পছন্দ করা সত্ত্বেও আমাকে দিয়ে দিচ্ছিল।আমি অবাক হয়ে ওদের প্রচন্ড ভালোবাসা অনুভব করার চেষ্টা করছিলাম।অদ্ভুত মায়ার ঘিরে থাকা আবেগ আমার হৃদয় বার বার ছুঁয়ে যাচ্ছিল।আর সেই মায়ায় ভরা ভালবাসা আমাকে প্রচন্ড আবেগ তাড়িত করে তুলছিল।কিন্তু ওদেরকে আমি আমার আনন্দঅশ্রু দেখাতে চাইনি।তাই নিজেকে আর আবেগ তাড়িতও হতে দেইনি।শুধু মনে মনে বলেছিলাম মাম্মাও তোমাদের এতটাই ভালোবাসে যতটা তোমারা আমাকে ভালোবাসো।জেনে রেখো সবচেয়ে নিরাপদ জায়গা হিসেবে মাম্মা সব সময় পেছনেই থাকবে।ঢাল হয়ে শক্ত করে আগলে ধরবে আর খুব ভালবাসবে।