তুমি তো বলো তুমি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য কর,কখনো তো বলোনি শুধুমাত্র মেয়েদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করো।তাহলে কেন আমাকে সাহায্য করতে পারবে না? আমি পঞ্চাশোর্ধ বলে আমার বয়স কেন বাধা হয়ে দাঁড়াবে?”
২০১৯ সালে কাটার মত বিধে গিয়েছিল এই উক্তিটি। আর তারপর কোমর বেঁধে যুদ্ধে নেমে পড়া।বহু লড়াই, চড়াই,উৎরায় পার হয়ে জন্ম হল রন্ধন শিল্পীদের নিয়ে একটি নতুন ইতিহাসের।
আমার এই ইতিহাস তৈরীর যুদ্ধে আপনাদেরকে পাশে পেয়ে কৃতজ্ঞ।